আমাদের প্রয়াস সম্পর্কে দু-এক কথাঃ Indian Copyright Act অনুযায়ী ২০১২ সালের ১ লা জানুয়ারী থেকে অবনীন্দ্রনাথ ঠাকুর-এর জীবৎকালে প্রকাশিত তার সকল লেখা Copyright এর আওতার বাইরে চলে। এই কথা মাথা রেখে তাঁর সব লেখা সকল পাঠকের সামনে তুলে ধরার উদ্দেশ্যে এই প্রকল্পটি গ্রহন করে বীরুৎজাতীয় সাহিত্য সম্মিলনী। এই সংস্থার বিভিন্ন লক্ষ্যগুলির মধ্যে একটি হল বাংলা সাহিত্যের সকল কপিরাইট মুক্ত লেখা ইন্টারনেট এর সাহায্যে সকল পাঠকের সামনে নিয়ে আসা। কাজ শুরু হয় মাত্র ৫ জন ভলান্টিয়ার কে নিয়ে। পরে এগিয়ে আসে আরও কয়েকজন। ঠিক হয় যে অবনীন্দ্রনাথ ঠাকুরের প্রধান কিছু লেখা নিয়ে এই ওয়েবসাইট-টি আমরা, ২০১৩ এর শেষে শুরু করব, এবং তারপর একে একে তার সম্পূর্ণ রচনা সম্ভার এই ওয়েবসাইট এর অন্তর্গত হবে।
আমরা চাই সবাই এগিয়ে এসে আমাদের এই প্রকল্পে যোগদান করুন।